Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমবায় কার্যালয়, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। 


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্র্রতিক বছর সমূহের (০৩ বছর) প্রধান অর্জন সমূহ :


সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতির ক্ষেত্রে জেলা সমবায় কার্যালয়, চট্টগ্রাম বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে এবং এর গুণগত মান উন্নয়নে এ জেলায় উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিগত তিন বছরে মোট ৯০৭টি নতুন সমবায় সমিতি গঠন এবং ৪৮৫৬০ জনকে নতুনভাবে সমবায়ে সদস্যভুক্ত করা হয়েছে। ২০১৮-২০১৯ সনে ২৬৩৪টি, ২০১৯-২০২০ সনে ২৯৪৫টি এবং ২০২০-২০২১ সনে ৩৫০৪টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়। ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে ৪৮০০জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সমবায় অধিদপ্তরকে শক্তিশালীকরণ প্রকল্প’, ‘ফ্যামিলী ওয়েলফেয়ার প্রকল্প’ প্রকল্প এর আওতায় সৃষ্ট আবর্তক তহবিল হতে ৩৩জন সমবায়ী উদ্যোক্তাকে ৩৫,০০০ টাকা ঋণ প্রদান করা হয়েছে। চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে ২৩,৪০০ জনের স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প-২০২১’, ‘এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন’ এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এ বিভাগে বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত ০৩ বছরে ৮০০ জন গ্রামীণ মহিলা ও বেকার যুবককে স্বাবলম্বী করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২,৯৪,৬৩,৫০০ টাকা ঋণ বিতরণ এবং ২,৪৫,১১,০৯৯ টাকা ঋণ আদায় করা হয়।